রজনীকান্ত, কমল হাসানের পর এবার রাজনীতিতে তামিল অভিনেতা বিশাল
রাজনীতিতে আসছেন তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ। ২১ ডিসেম্বরের চেন্নাইয়ের আর কে নগর উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন বলে শনিবার ঘোষণা করেছেন অভিনেতা তথা প্রযোজক বিশাল। প্রসঙ্গত তিনি `সাউথ ইন্ডিয়ান ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনস এবং ফিল্ম প্রডিউসার কাউন্সিল`-এর প্রধানের পদে রয়েছেন।
নিজস্ব প্রতিবেদন : রাজনীতিতে আসছেন তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ। ২১ ডিসেম্বরের চেন্নাইয়ের আর কে নগর উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন বলে শনিবার ঘোষণা করেছেন অভিনেতা তথা প্রযোজক বিশাল। প্রসঙ্গত তিনি 'সাউথ ইন্ডিয়ান ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনস এবং ফিল্ম প্রডিউসার কাউন্সিল'-এর প্রধানের পদে রয়েছেন।
রাজনীতিতে আসছেন তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ। ২১ ডিসেম্বরের চেন্নাইয়ের আর কে নগর উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন বলে শনিবার ঘোষণা করেছেন অভিনেতা তথা প্রযোজক বিশাল। প্রসঙ্গত তিনি 'সাউথ ইন্ডিয়ান ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনস এবং ফিল্ম প্রডিউসার কাউন্সিল'-এর প্রধানের পদে রয়েছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে বেশকিছু তামিল অভিনেতাকেই রাজনীতিতে আসতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছেন রজনীকান্ত ও কমল হাসান। তবে এবিষয়ে কমল হাসানের সঙ্গে দেখা করার কথা অস্বীকার করেছেন বিশাল।
এদিকে ইতিমধ্যেই আর কে নগর উপনির্বাচনে নিজেদের প্রার্থী দিয়েছেন এআইএডিএমকে ও ডিএমকে। বিজেপিও তাদের মুখপাত্র কে নাগারাজন-কেই প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন।
আরও পড়ুন- দিপ্পিকে এক মুহূর্ত হাতছাড়া করতে নারাজ বীর, দেখুন কীভাবে আগলে রাখলেন