এবার বিমানে ভ্রমণের জন্যও চাই আধার কার্ড!
সম্প্রতি কেন্দ্র ইনকান ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য বাধ্যবাধ্যকতামূলক করেছে আধার কার্ড। প্যান কার্ডের সঙ্গে আধারের লিংকিংও আবশ্যিক করা হয়েছে। ফোনের সিম কার্ডের জন্যও লাগবে আধার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আধার ইস্যুতে নতুন সংযোজন। বিমানে ভ্রমণ করার জন্যও চাই আধার কার্ড।
ওয়েব ডেস্ক : সম্প্রতি কেন্দ্র ইনকান ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য বাধ্যবাধ্যকতামূলক করেছে আধার কার্ড। প্যান কার্ডের সঙ্গে আধারের লিংকিংও আবশ্যিক করা হয়েছে। ফোনের সিম কার্ডের জন্যও লাগবে আধার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আধার ইস্যুতে নতুন সংযোজন। বিমানে ভ্রমণ করার জন্যও চাই আধার কার্ড।
সূত্রের খবর, এরমধ্যেই কেন্দ্রের তরফে উইপ্রোর কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, দেশের সব বিমানবন্দরগুলিতে এবার আধার ভিত্তিক বায়োমেট্রিক অ্যাকসেস চালুর লক্ষ্য নিয়েছে সরকার। সেইজন্য অবিলম্বে একটি ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। আগামী মাসের মধ্যেই এই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, কীভাবে আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক করবেন, জেনে নিন