ওয়েব ডেস্ক:সময় এবং জটিলতা কমাতে আধার কার্ড তৈরির নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। আধার তৈরিতে এবার থেকে পুরসভা বা পঞ্চায়েতকে আর যুক্ত করা হবে না। ঠিকানা ও পরিচয়পত্র দিলে স্থানীয় জনগণনা অফিসেই তৈরি হয়ে যাবে আধার কার্ড। আধার তৈরির কাজে প্রাইভেট এজেন্সিও সরাসরি নিয়োগ করবে কেন্দ্র।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আধার নিয়ে জটিলতার শেষ নেই। গ্যাসের ভর্তুকি হোক বা প্রভিডেন্ট ফান্ড, আধার আবশ্যিক করার পথেই হাঁটছে কেন্দ্র। কিন্তু সমস্যা বহু। আধার কার্ড পাননি, এখনও এমন নাগরিকের সংখ্যাটা কম নয়। নানা জটিলতায় এখনও আধার কার্ড পাননি বহু মানুষ। সময় এবং জটিলতা কাটাতে এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।  


আধার তৈরির নয়া নির্দেশিকা; কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নতুন আধার কার্ড তৈরিতে পঞ্চায়েত বা পুরসভায় গিয়ে ছবি তোলানোর হ্যাপা শেষ।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, নতুন আধার কার্ড তৈরিতে পুরসভা বা পঞ্চায়েতকে আর যুক্ত করা হবে না।
স্থানীয় জনগণনার অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন বাসিন্দারা।
বাড়ির ঠিকানা ও পরিচয়পত্র দেখালেই আধার কার্ড করে দেবে জনগণনা অফিস।
যে প্রত্যন্ত গ্রামে জনগণনার অফিস নেই সেখানে সরকারের তরফে ক্যাম্প করা হবে।
প্রয়োজনে পঞ্চায়েতের সাহায্য অবশ্য নেওয়া হতে পারে।
আধার কার্ড তৈরিতে আগের মতোই প্রাইভেট এজেন্সির সাহায্য নেওয়া হবে।
তবে এই প্রাইভেট এজেন্সিগুলিকে এবার সরাসরি নিয়োগ করবে কেন্দ্র।



নয়া এই নির্দেশিকা মেনে আধার কার্ড তৈরিতে সমস্যা কতটা মেটে, সেটাই এখন দেখার।