ওয়েব ডেস্ক: শ্রীনগর মাতালেন আদনান সামি। ‘রিদম ইন প্যারাডাইস’ নামে একটি কনসার্টে লাইভ পারফর্ম করেন তিনি। ওই অনুষ্ঠান নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন সামি ও ওমর আবদুল্লা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদনানের অনুষ্ঠানে আসন ফাঁকা ছিল বলে দাবি করে টুইট করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কয়েকটি ছবিও টুইট করেন। ওমরের খোঁচা, "অত্যন্ত দুঃখিত। লোকেরা অন্তত একটা দিন মিউজিকের মাধ্যমে শান্তি পেতে পারত।"


 



আদানান পাল্টা ছবি টুইট করে বুঝিয়ে দিয়েছেন, কাশ্মীরিরা মিউজিক কনাসার্টে যোগ দিয়েছিলেন। ওমরের ছবিটি ছিল দুপুরের।



এরপরই দুজনের মধ্যে শুরু হয়ে তীব্র বাদানুবাদ। আদনানের কটাক্ষ, আপনার মতিভ্রম হয়েছে। সম্প্রীতি, ভালবাসা ও শান্তির প্রচার করুন।        








গতবছরই ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান সামি। উপত্যকায় শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তাঁর কনসার্ট ছিল। এই কনসার্টের উদ্যোক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জম্মু-কাশ্মীর সরকার।


আরও পড়ুন, দরকার পড়লে অল্প সময়ের মধ্যে হামলা চালাতে তৈরি: বায়ুসেনা প্রধান