দরকার পড়লে অল্প সময়ের মধ্যে হামলা চালাতে তৈরি: বায়ুসেনা প্রধান
ওয়েব ডেস্ক: দরকার পড়লে অল্প সময়ের মধ্যেই হামলা চালাতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। রবিবার দেশকে আশ্বস্ত করলেন বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া। তিনি বলেন, "বায়ুসেনা অত্যাধুনিক হয়ে উঠেছে। প্রযুক্তিগত পরিবর্তনও হয়েছে। শান্তির লক্ষ্যে আমরা অল্প সময়ের নোটিসে হামলা চালাতে প্রস্তুত।"
বায়ুসেনার ৮৫তম বার্ষিকীতে তিনি আরও বলেন,"বায়ুসেনা আধুনিক নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। যা একইসঙ্গে একাধিক কাজে অত্যন্ত দক্ষ। সেনা ও নৌসেনার সঙ্গে যৌথভাবে কাজ করতে আমরা দায়বদ্ধ।"
On behalf of all air warriors assure nation of our sacred resolve in defending sovereignty of our skies: IAF Chief BS Dhanoa #AirForceDay pic.twitter.com/FOspLC46Nn
— ANI (@ANI) October 8, 2017
দিন কয়েক আগে ধানোয়া দাবি করেছিলেন, একইসঙ্গে চিন ও পাকিস্তানের সঙ্গে লড়াই করতে প্রস্তুত বায়ুসেনা।
আরও পড়ুন, পাক নাগরিকদের মেডিক্যাল ভিসা দিয়ে আবারও মানবিকতা দেখালেন সুষমা