নিজস্ব প্রতিবেদন: সম্মতি থাকলে প্রাপ্তবয়স্ক না হলেও লিভ ইন সম্পর্কে বাধা নেই। পুরুষের বয়স ২১ বছরের কম হলেও লিভ ইন বৈধ। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরলের একটি মামলায় ওই রায় দিল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের এপ্রিল মাসে কেরলের ১৯ বছরের তরুণী তুষারা বিয়ে করেন ২০ বছরের নন্দকুমারকে। এরপরই হাইকোর্টে ‌যান তুষারার বাবা। তিনি নন্দকুমারের বিরুদ্ধে অপহরণের অভি‌যোগ করেন। কেরল হাইকোর্ট ওই বিয়ে নাকচ করে দেয় ও তুষারাকে তাঁর বাবার কাছে পাঠিয়ে দেয়।


আরও পড়ুন-আফগানিস্থানে অপহৃত ৭ ভারতীয়


হাইকোর্টের ওই রায়ের পর নন্দকুমার সুপ্রিম কোর্টে আবেদন করেন। ওই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ মন্তব্য করে, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কারও ‌যদি বিয়ের বয়স নাও হয়ে থাকে তাহলে তারা লিভ ইন সম্পর্কে থাকতে পারে।’ আদালত আরও মন্তব্য করে লিভ ইন সম্পর্ক আইনসম্মত।


আরও পড়ুন-বিনা চিকিত্সায় শিশুমৃত্যুর অভিযোগে ধুন্ধুমার এসএসকেএমে, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি


তুষারাকে তাঁর বাবার বাড়িতে ফিরে ‌যাওয়ার হাইকোর্টের নির্দেশ ঠিক নয় বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তুষারা কার সঙ্গে থাকবেন তা সে-ই ঠিক করবে। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আদালত ‘জাতির পিতা’-র ভূমিকা নিতে পারে না বলে মন্তব্য শীর্ষ আদালতের।