নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতে প্রবেশ করলেই দেওয়া হচ্ছে বিনামূল্যে পোলিও টিকা (Polio virus vaccine)। পোলিও ভাইরাসের সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত বলে টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি ছবি টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন,'আফগানিস্তান (Afghanistan) থেকে আসা লোকেদের বিনামূল্যে পোলিও টিকা- ওপিভি এবং এফআইপিভি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রামক পোলিও ভাইরাস রুখতে এটা আগাম ব্যবস্থা। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে স্বাস্থ্য কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি দেখুন।'



ভারতকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফগানিস্তান থেকে কেউ পোলিও ভাইরাস নিয়ে আসলে দেশের শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে ঝুঁকি এড়াতে পোলিওর প্রতিষেধক দেওয়া হচ্ছে সকলকে। অন্যদিকে, রবিবার কাবুল থেকে বায়ুসেনার বিমানে ১৬৮ জনকে উদ্ধার করেছে নয়াদিল্লি। তাঁদের মধ্যে ১০৭ জন ভারতীয়।  


আরও পড়ুন- Assam: এ দেশে থেকে তালিবানকে সমর্থন! অসমে ১৪ জনকে জেলে পুরল হিমন্তের পুলিস