ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি । এখন সেখানে থাকবেন দেশের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাহলে এবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কোথায় থাকবেন? জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নতুন ঠিকানা এখন দিল্লির এক হেরিটেজ বাংলোয়। সেই বাংলোতেই আমৃত্যু ছিলেন দেশের আর এক প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আজাদ। ২০১৫ সালে তাঁর মৃত্যু পর্যন্ত সেই বাংলোতেই ছিলেন তিনি। দেখে নিন সেই বাংলোর ছবি। যেখানে এবার থেকে থাকবেন প্রণব মুখার্জি। নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে তাঁর নতুন বাসস্থানে পৌঁছে দেবেন বলে খবর।