নিজস্ব প্রতিবেদন: পাক সফর সেরে আজই নয়াদিল্লি আসছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। দু’দিনের ভারত সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপররাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করবেন যুবরাজ সলমন। পুলওয়ামা ঘটনার আবহে ইসলামাবাদে গিয়ে ইমরান খানের সরকারের যে ভাবে ভূয়শী প্রশংসা করেন সলমন, এ দিন নয়া দিল্লি পৌঁছনোর পর কী বার্তা দেবেন, সে দিকে নজর রয়েছে কূটনৈতিক মহলের। তবে, ভারতের এই বহুকালের মিত্রদেশের সঙ্গে কেন্দ্রের বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরতে বলুন সন্তানদের, না হলে মরতে হবে, কাশ্মীরি মায়েদের অনুরোধ সেনার


ইমরানের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ সৌদির যুবরাজ ২ হাজার কোটি ডলারের উপঢৌকন দেয় পাকিস্তানকে। সন্ত্রাস দমন ইস্যুতে পাক সক্রিয়তার ভূয়শী প্রশংসা করেন তিনি। সাংবাদিক বৈঠকে সলমন বলেন, দু’দেশেই সন্ত্রাসবাদ সমস্যায় জর্জরিত। শান্তিপূর্ণভাবে মতানৈক্য দূরে সরিয়ে মোকাবিলা করতে হবে। পুলওয়ামা ঘটনার পর প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার পথে যেখানে এক কদম এগোতে নারাজ ভারত, সেখানে সলমনের পাক-প্রীতি স্বভাবতই অস্বস্তিতে ফেলেছে মোদীসরকারকে।


প্রসঙ্গত, সৌদির ‘স্ট্র্যাটিজি পার্টনারের’ তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে ভারত। ২০১৭-১৮ অর্থবর্ষে দু’দেশের বাণিজ্য হয় ২৭৪৮ কোটি ডলার, যা মোদী সরকারের আমলে নজিরবিহীন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সৌদি আরবে কর্মসূত্রে প্রায় ২৭ লক্ষ ভারতীয় বসবাস করেন। প্রতি বছর দেড় লক্ষের বেশি ভারতীয় হজ যাত্রায় যান। সৌদির সঙ্গে ভারতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ২০১৬ সালে ইতিবাচক বার্তা দিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আরও পড়ুন- পাকিস্তানের প্রত্যক্ষ মদতেই পুলওয়ামায় হামলা, জানালেন সেনাকর্তা


বিদেশমন্ত্রক সূত্রে খবর, রত্নগিরি রিফাইনারি প্রকল্পে সৌদির ৪৪ হাজার কোটি ডলার বিনিয়োগ নিয়ে আজ উচ্চপর্যায়ে বৈঠক করবেন দু’দেশের প্রতিনিধিরা। প্রতিরক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে ৫টি মৌ-স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে নিযুক্ত ভারতীয় দূত আহমেদ জাভেদ জানিয়েছেন, সৌদি ও ভারতের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে সলমনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে মন্ত্রিপরিষদের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী-সহ অন্যান্য উচ্চ পর্যায়ের আমলারও রয়েছেন তাঁর এই প্রথম ভারত সফরে। এশিয়ার ৪ দেশে সফরে পাকিস্তান, ভারতের পর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও যাবেন সৌদির যুবরাজ।