নিজস্ব প্রতিবেদন: সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন স্বামী। লোকসভায় তালাক বিতর্কের সময় ওই মহিলার দুর্দশার কথা তুলে ধরেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার কয়েকঘণ্টার মধ্যে ঠেলায় পড়ে পুনর্বিবাহের সিদ্ধান্ত নিলেন স্বামী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার উত্তরপ্রদেশের রামপুরের আজিমনগরে ২১ বছরের তরুণীকে তাত্ক্ষণিক তিন তালাক দেন স্বামী। তাঁর দোষ, সকালে ঘুম থেকে উঠতে দেরি করেন তিনি। নিজের বাপের বাড়ি চলে যেতে বাধ্য হন তরুণী। তালাক নিয়ে লোকসভায় বিতর্কের সময় এই ঘটনাটির কথা তুলে ধরেন রবিশঙ্করপ্রসাদ। এরপরই ওই দম্পতিকে ডেকে পাঠায় পঞ্চায়েত। পুনর্বিবাহে সম্মত হন তাঁরা। হালালা বা ইদ্দাতের মাধ্যমে পুনর্বিবাহের নির্দেশ দেয় পঞ্চায়েত।          



আরও পড়ুন- বাবার ঐতিহাসিক ভুল থেকে শিক্ষা নিয়ে তিন তালাক বিতর্কে গরহাজির রাহুল


ওই তরুণী জানিয়েছিলেন, তিন তালাক মেনে নেবেন না তিনি। এই ঘটনায় নাক গলায়নি পুলিস। তাদের বক্তব্য, এব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি।