বিজয় মালিয়ার মাথা এনে দিলে ১০ লক্ষ টাকার `ইনাম`
ভারতের লিকার ব্যারন বিজয় মালিয়ার মাথা এনে দিতে পারলে, ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করল ইলাহাবাদের কংগ্রেস কর্মীরা।
ওয়েব ডেস্ক: ভারতের লিকার ব্যারন বিজয় মালিয়ার মাথা এনে দিতে পারলে, ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করল ইলাহাবাদের কংগ্রেস কর্মীরা।
সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ভারত থেকে বিদেশে পারি দিয়েছেন বিজয় মালিয়া। কোর্ট থেকে তাঁকে গ্রেফতারের নির্দেশিকাও রয়েছে পুলিসের কাছে। দেশান্তরি বিজয় মালিয়াকে দেশে ফেরাতে তৎপর বিজেপি। এমন অবস্থায় বন্ধ কিংফিশার এয়ারলাইন্স। হঠাৎ কর্মহীন হওয়াতে ক্ষিপ্ত কিংফিশারের কর্মীরাও। এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করেই ইলাহাবাদ শহরে প্রতিবাদে নামে কংগ্রেস। পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। এরপরই কিংফিশার এয়ারলাইন্সের মালিকের বিরুদ্ধে একপ্রকার জেহাদ ঘোষণা করে কংগ্রেস কর্মীরা।