ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ২ মাস ছুটি কাটিয়ে উপাচার্য আপ্পা রাও পোডাইল কাজে যোগ দিতেই ধুন্ধুমার। উপাচার্যের সরকারি বাসভবনে আজ ভাঙচুর চালায় ছাত্রছাত্রীরা। দরজা, জানলা, আসবাব ভাঙচুর করা হয়। শেষে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিস মোতায়েন করা হয়েছে।


কাজে যোগ দেওয়ার কথা জানাতে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন উপাচার্য। তার আগেই হামলা চালায় ছাত্রেরা। সাংবাদিক সম্মেলন বাতিল করেন উপাচার্য। তবে কাজে যোগ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে সেই খবর জানানো হয়েছে। রিসার্চ স্কলার রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ২৪ জানুয়ারি অনির্দিষ্ট কালের ছুটিতে চলে যান উপাচার্য। প্রায় ২মাস পর বিশ্ববিদ্যালয়ে ফিরতেই ফের অশান্তি। উপাচার্যের লজের বাইরে ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসলে ব্যাপক লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিস।