জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোনও দিকে ভ্রুক্ষেপ নেই। দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করছেন এক পুলিস কনস্টেবল। চারপাশে গাড়িঘোড়া চলছে। মানুষজন যাতায়াত করছে। কোনও পরোয়া নেই। তিনি মূত্রত্যাগ করেই চলেছেন আপন মনে। দেখে মনে হচ্ছে নেশা করে বেসামাল ওই পুলিসকর্মী। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উঠছে নিন্দার ঝড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ন-'ওর ভারতীয় ক্রিকেট নিয়ে...' ! রোহিত-বিরাটকে কিছু বলার আগে এবার দু'বার ভাববেন পন্টিং


সোমবার ওই ঘটনা ঘটেছে আগ্রার শহিদনগর পুলিস ফাঁড়ির বাইরে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ায় অস্বস্তিকর অবস্থায় পড়েছেন উত্তর প্রদেশ পুলিসের বড় কর্তারা। অনেকেই ওই পুলিস কনস্টেবলের শাস্তির দাবি করেছেন। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন উত্তর প্রদেশের পুলিস এমনটাই করে থাকেন নাকি!



অভিযুক্ত ওই পুলিস কনস্টেবলের নাম বাবলু গৌতম। শহিদ নগর ফাঁড়ির পুলিসের দাবি ঘটনার সময় বাবলু ডিউটিতে ছিলেন না। তবে প্রকাশ্য় রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করার সময় ওই কনস্টবলকে পুলিসের ইউনিফর্মেরই দেখা গিয়েছে। পরিস্থিতির চাপে পড়ে ওই পুলিস কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। আগ্রা পুলিস কমিশনারেটের তরফে বলা হয়েছে ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)