নিজস্ব প্রতিবেদন: দেশের কিয়দংশে চলছে প্রবল দাবদাহ। রোদ থেকে বাঁচতে ছাতা, সান স্ক্রিন লোশন ব্যবহার করছেন অনেকেই। কিন্তু আমদাবাদের বাসিন্দার অভিনব উপায় চমকে দেওয়ার মতো। তাপের হাত থেকে বাঁচাতে গোবর লেপে দিয়েছেন গোটা গাড়িতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এককালে গোবর জল দিয়ে মাটির ঘর সকাল-সন্ধে মুছতেন গৃহিনীরা। এখন আর সেই দিন নেই। তা বলে দামি গাড়িতে গোবর লাগানো! ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন জনৈক রূপেশ গৌরাঙ্গা দাস। তাঁর দাবি,''গোবরের সর্বোকৃষ্ট ব্যবহার প্রথম চাক্ষুষ করলাম। এটা আমদাবাদের ছবি। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাঁচতে নিজের গাড়িতে গোবর লেপে দিয়েছেন শ্রীমতি সেজল শাহ''।     



ফেসবুকে ছবিটি ভাইরাল হতে অনেকেই প্রশ্ন করছেন, গোবরের পূতি গন্ধ সহ্য করছেন কীভাবে? এমনকি গাড়িটির পাশ দিয়ে যাঁরা যাবেন, তাঁদের অবস্থা নিয়েও অনেকে সহানুভূতিশীল। কারও আবার জিজ্ঞাস্য, সত্যিই কি এহেন উপায় বিজ্ঞানসম্মত?     


 


গ্রামীণ ভারতে অবশ্য গোবরের ব্যবহার বহুল প্রচলিত। গোবরের ঘুঁটে দেওয়া থেকে শুরু করে গাছের সার হিসেবেও ব্যবহার হয়। এমনকি ঘরের দেওয়ালে বিদ্যমান গোবর। প্রচলিত বিশ্বাস, গোবর লেপা হলে ঘর ঠান্ডা থাকে। এমনকি জীবাণু প্রতিরোধকও। 


ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।      


আরও পড়ুন- মোদীর প্রত্যাবর্তনের আভাস পেয়ে কর্ণাটকে জোট থেকে 'এক্সিট' করছেন কুমারস্বামী?