Vaccine নিয়েই শরীরে অ্যালার্জির উপসর্গ, AIIMS-এর নিরাপত্তারক্ষী হাসপাতালে
AIIMS-এর সেই নিরাপত্তারক্ষীকে Covaxin দেওয়া হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন- কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, Corona Vaccine-এর গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে দেশজুড়ে টিকাকরণ শুরুর প্রথম দিন কিন্তু ভ্যাকসিন নেওয়া বেশ কিছু স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। AIIMS-এর একজন নিরাপত্তারক্ষী ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর শরীরে অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। তাঁকে আপাতত হাসপাতালে রাখা হয়েছে। চিকিত্সকরা তাঁর উপর নজর রাখছেন। ২০ বছর বয়সী সেই নিরাপত্তারক্ষীর পালস্ রেট হঠাত্ করে কমে গিয়েছে। সারা শরীরে লাল Rash দেখা দিয়েছে।
Covaxin ও Covishield, এই দুটি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার। AIIMS-এর সেই নিরাপত্তারক্ষীকে Covaxin দেওয়া হয়েছিল। তার পরই তাঁর শরীরে অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। টিকাকরণ শুরুর প্রথম দিন দেশের ১২টি রাজ্যে স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের Covaxin দেওয়া হয়েছিল। শনিবার AIIMS-এর ৯৫ জন স্বাস্থ্য়কর্মীকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল। তবে ওই নিরাপত্তারক্ষী ছাড়া বাকি আর কারও শরীরে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। Bharat Biotech-এর Covaxin নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন দেশের চিকিত্সকদের একাংশ।
আরও পড়ুন- গুজবে কান দেবেন না, Covaxin নিয়ে চিকিৎসকদের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
শনিবার দিল্লিতে মোট ৪৩১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। দিল্লির মোট ৮১টি জায়গায় টিকাকরণ কর্মসূচি চলেছে। দিল্লিতে টিকা নেওয়ার পর মোট ৫১ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে খবর। কেন্দ্রীয় সরকারকে ৫৫ লাখ Covaxin-এর ডোজ সরবরাহ করবে হায়দরাবাদের Bharat Biotech. সংস্থার তরফে জানানো হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দেওয়া হবে।