নিজস্ব প্রতিবেদন: আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে কংগ্রেসকে বিঁধলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তাঁর কথায়, ''কংগ্রেস খতম হয়ে গিয়েছে। ৫০ বছর কংগ্রেসে থাকার পর আরএসএসের সদর দফতরে পা রেখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। কংগ্রেসের কাছ থেকে আর কোনও প্রত্যাশা রাখেন আপনারা?''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসাউদ্দিন আরও বলেন,''প্রণব মুখোপাধ্যায়, বিজেপি, কংগ্রেস ও ধর্মনিরপেক্ষ হিন্দুদের বলতে চাই, নাথুরাম গডসে গান্ধীকে হত্যার পর আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন সর্দার বল্লভভাই পটেল।''



বৃহস্পতিবার নাগপুরে আরএসএসের তৃতীষ বর্ষের প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর আমন্ত্রণপত্র গ্রহণ নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছিল সমালোচনা। এমনকি বিঁধতে ছাড়েনি কংগ্রেসও। নাগপুরের মঞ্চে সহিষ্ণুতা ও বহুত্ববাদের পাঠ দেন প্রণব মুখোপাধ্যায়। তারপর বিজেপিকে বিঁধে কংগ্রেস জানায়, আরএসএসকে আয়না দেখিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সঙ্ঘের নেতাদের অবশ্য বক্তব্য, বৈচিত্রের মধ্যেই ঐক্যের কথা বলেছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবতও। 


আরও পড়ুন- প্রিয়াঙ্কা চোপড়ার কোয়ান্টিকোতে 'হিন্দু সন্ত্রাসবাদ' দেখানোয় ক্ষমা চাইল এবিসি