প্রিয়াঙ্কা চোপড়ার কোয়ান্টিকোতে 'হিন্দু সন্ত্রাসবাদ' দেখানোয় ক্ষমা চাইল এবিসি
কাউকে আঘাত করার কোনও ইচ্ছা আমাদের ছিল না, জানাল এবিসি।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন টিভি সিরিজ 'কোয়ান্টিকো'তে 'হিন্দু সন্ত্রাসবাদ' দেখানোয় ক্ষমা চাইল মার্কিন টেলিভিশন স্টুডিও এবিসি। কোয়ান্টিকোতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। অতিসম্প্রতি টিভি সিরিজের একটি পর্বে দেখানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানকে বদনাম করে বিস্ফোরণের ছক কষেছে সন্ত্রাসবাদীরা। এক সন্ত্রাসবাদীর গলা থেকে উদ্ধার হয় রুদ্রাক্ষের মালা। ওই পর্ব সম্প্রচারের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়াকে নিশানা করেন নেটিজেনরা।
কোয়ান্টিকোতে এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিসের চরিত্র অভিনয় করছেন ৩৫ বছরের প্রিয়াঙ্কা চোপড়া। ম্যানহাটনে ইন্দো-পাক সম্মেলনের আগে পরমাণু হামলার ছক বানচাল করেন তিনি। আর সেখানে সন্ত্রাসবাদী ভারতীয় নাগরিকের গলা থেকে রুদ্রাক্ষের মালা উদ্ধার করেন অ্যালেক্স। এরপরই সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দুত্ব নিয়ে বিশেষজ্ঞ ডেভিড ফ্রলি মন্তব্য করেন,''প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরে হিন্দু সন্ত্রাসের ভুয়ো গল্প ঢুকে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে। হিন্দুত্ব ও ভারতের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সেটা কি কোনও পাকিস্তানি অভিনেত্রী পাকিস্তান বা ইসলামের সঙ্গে করবেন?''
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে শেষপর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হল এবিসি। তারা জানাল,'ওই পর্বটি অনেকের আবেগে আঘাত করেছে, কিন্তু অযথা প্রিয়াঙ্কা চোপড়াকে নিশানা করা হচ্ছে। চিত্রনাট্য তৈরিতে তাঁর কোনও ভূমিকা নেই। তিনি লেখেননি বা পরিচালনা করেননি। তারা আরও জানাল, শোতে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট ও সম্প্রদায়ের লোককে দেখানো হয়। তবে এক্ষেত্রে অসাবধানতাবশত জটিল রাজনৈতিক বিষয়ে ঢুকে পড়েছি। কাউকে আঘাত করার কোনও ইচ্ছা আমাদের ছিল না।'
The episode has stirred a lot of emotion, much of which is unfairly aimed at Priyanka Chopra, who didn’t create the show, nor does she write or direct it: ABC Network's apology for Hindu terror plot in Quantico pic.twitter.com/Artb8aP1f0
— ANI (@ANI) June 8, 2018
আরও পড়ুন- এক্সক্লুসিভ: প্রধানমন্ত্রীকে হত্যার ছকের পিছনে কারা? উমর-মেবানির কী যোগ?