নিজস্ব প্রতিবেদন: ভারত - পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়ল নৌবাহিনী ও বায়ুসেনা প্রধানের। দুই বাহিনীর প্রধানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার মন্ত্রকের এক পদস্থ আধিকারিক একথা জানিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এতদিন Z শ্রেণির নিরাপত্তা পেতেন বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানরা। এবার তা বেড়ে সর্বোচ্চ Z+ শ্রেণির করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, 'দেশের অভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে এক শুক্রবার এক বৈঠক হয়। সেখানে নৌবাহিনী ও বায়ুসেনা প্রধানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার থেকে তাঁরা Z+ শ্রেণির নিরাপত্তা পাবেন।'


ইতিমধ্যে দিল্লি পুলিসের কাছে পৌঁছেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা। নির্দেশ অনুসারে শনিবার সকাল থেকেই বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বেড়েছে এয়ার চিফ মার্শাল বিএসধানোয়া ও অ্যাডমিরাল সুনীল লানবার। 


জইশকে বাঁচাতে মরিয়া পাকিস্তান, প্রশ্নের মুখে ইমরানের শান্তির বার্তা


দেশের সর্বোচ্চ শ্রেণির Z+ নিরাপত্তায় মোতায়েন থাকেন মোট ৫৫ জন নিরাপত্তাকর্মী। এর মধ্যে থাকেন ১০ জন এনএসজি কম্যান্ডো।  


সেনাপ্রধান পদাধিকারবলেই Z+ শ্রেণির নিরাপত্তা পান। তাই তাঁর নিরাপত্তা আর বাড়়ানো হয়নি বলে জানানো হয়েছে।