নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রে শক্তিশালী সরকারের পক্ষে সওয়াল করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগামী ১০ বছর দিল্লিতে 'সবল' সরকার থাকা উচিত বলে মনে করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়াদিল্লিতে সর্দার পটেল স্মরণে একটি আলোচনাচক্রে অজিত দোভাল বলেন, ''আগামী কয়েকবছর দুর্বল শাসক থাকলে ভারতের চলবে না। এতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। ভারতের দরকার স্থিতিশীল, শক্তিশালী ও তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিতে সক্ষম সরকার''।
 
দোভালের যুক্তি, ''আগামী ১০ বছরে জাতীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্যগুলি হাসিল করার জন্য শক্তিশালী সরকার দরকার। দুর্বল জোট সরকার দেশের পক্ষের খারাপ''।          



বেসরকারি সংস্থাগুলিকে কেন উত্সাহ দেওয়া দরকার, সেনিয়েও নিজের সওয়াল করেছেন দোভাল। চিনের আলিবাবা-র নজির দিয়ে তিনি বলেন,''আলিবাবা ও অন্যান্য চিনা সংস্থাগুলি ব্যবসা বহুগুণ বেড়ে গিয়েছে। চিন সরকার তাদের সমর্থন করছে। আমরাও চাই ভারতীয় সংস্থাগুলি ভাল পারফর্ম করুক। এবং দেশের কৌশলগত স্বার্থ রক্ষা করুক তারা''। 



আরও পড়ুন- বাসভাড়া না বাড়ানোয় সোমবার থেকে শুধুমাত্র অফিস টাইমে বাস!