নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের সরকার গঠনের নাটনে নতুন অঙ্ক। শপথগ্রহণের চার দিনের মাথায় পদত্যাগ করলেন সেরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন তিনি। তাঁর পদত্যাগে মহারাষ্ট্রে সরকার গঠনে তৈরি হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, NCP-তে ফিরতে পারেন অজিত পাওয়ার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন অজিও পাওয়ার। সেই বৈঠক থেকে বেরিয়েই পদত্যাগের ঘোষণা করেন তিনি। 


বুধবারই মহারাষ্ট্রে আস্থাভোট; করতে হবে সরাসরি সম্প্রচার, নির্দেশ সুপ্রিম কোর্টের


বুধবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আস্থা ভোটের সরাসরি সম্প্রচার করানোর নির্দেশ দিয়েছে আদালত। তার আগে অজিত পাওয়ারের ইস্তফার পর দেবেন্দ্র ফড়ণবিসের সরকার আরও নড়বড়ে হয়ে গেল। 


দীর্ঘ নাটকের পর গত শনিহার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিস। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। তাঁর দাবি ছিল, এনসিপির ৫৪ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। সেদিনই অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেয় এনসিপি। সোমবার মুম্বইয়ের একটি হোটেলে তাদের শিবিরের ১৬২ জন বিধায়ককে হাজির করে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। মঙ্গলবার সকালে আসে সুপ্রিম কোর্টের রায়।