নিজস্ব প্রতিবেদন: বাংলো ভাঙচুরের অভিযোগ খণ্ডন করতে সাংবাদিক বৈঠকে কলের ট্যাপ নিয়ে হাজির হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর দাবি, সব অভিযোগই মিথ্যা। সাংবাদিকদের মাধ্যমে ট্যাপ ফেরত দিতে চান সরকারকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি বাংলো ছাড়তে বাধ্য হয়েছেন অখিলেশ যাদব। আর তাঁর ছাড়ার পরই প্রকাশ্যে এসেছে ভাঙাচোরা বাংলোর খণ্ডচিত্র। যা দেখে মনে হচ্ছে, ইচ্ছাকৃত ভাঙচুর চালানো হয়েছে। বুধবারই বিজেপি প্রশ্ন করেছে, দেওয়ালে কী লুকিয়েছিলেন অখিলেশ? তার কিছুক্ষণ পরই বিজেপির অভিযোগ উড়িয়ে অখিলেশ বলেন, ''সরকারের কাছে জানতে চাই, সংবাদমাধ্যমের প্রবেশের আগে কেন বাংলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব অভিষেক কৌশিক ও আইএএস মৃত্যুঞ্জয় নারায়ণ বাংলোয়। আমি কী নিয়েছি, তার রিপোর্ট তৈরি করুন। গোরক্ষপুর, ফুলপুর ও কৈরানায় উপনির্বাচনে হারার পর ষড়যন্ত্র করছে বিজেপি।''


অখিলেশ আরও বলেন, ''বিজেপিকে বলতে চাই, ওরা চলে যাওয়ার পর এই আধিকারিকরাই বাংলোয় ছিলিম খুঁজে পাবেন। যা হারিয়েছে, তা আমি ফিরিয়ে দেব। কেউ বলছে, ৪২ কোটি টাকা খরচ করেছি। কারও দাবি, আসার আগে সুইমিংপুল বুজিয়ে দিয়েছি। আমি সেখানে আবার যাব। আমায় দেখাতে হবে, কোথায় সুইমিংপুল ছিল।'' 


কলের ট্যাপও অখিলেশ চুরি করেছেন বলে অভিযোগ করেছে বিজেপি। মুলায়মপুত্রের জবাব, ''ওই বাংলোয় নিজস্ব জিম ও স্টিলের কাঠামো ছিল। তা নতুন বাড়িতে ব্যবহার করব। সংবাদমাধ্যমের হাত দিয়েই ওদের ট্যাপ দিতে চাই।''  


আরও পড়ুন- বাংলোর ভাঙা দেওয়ালে কী লুকিয়েছিলেন অখিলেশ?