নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচন এখনও বেশ দেরি। কংগ্রসের ঘাড়ের ওপরে এখন নিঃশ্বাস ফেলছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢের নির্বাচন। এর মধ্যেই খারাপ খবর দিলেন অখিলেশ যাদব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন দুয়েক আগেই বসপা প্রধান মায়াবতী জানিয়ে দিয়েছেন, মাধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মহাজোটে নেই বসপা। এবার কংগ্রসকে ধাক্কা দিলেন সপা প্রধান অখিলেশ যাদব।


আরও পড়ুন-আনন্দপুর কাণ্ডে নয়া মোড়, ধৃত আশিসের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল অর্চনার!


দুই রাজ্যের নির্বাচনে কংগ্রেস নয়, সম্ভবত বহুজন সমাজ পার্টির সঙ্গেই জোট করতে চলেছে সপা। শনিবার অখিলেশ যাদব জানিয়ে দিয়েছেন, মাহাজোট গঠনের ব্যাপারে কংগ্রেস কোনও কথাই বলছে না। ওরা আমাদের বহুদিন অপেক্ষা করিয়েছে। আমরা বসপার সঙ্গে কথা বলব।


বুধবার মায়াবতী জানিয়েদেন বিজেপির বিরুদ্ধে মহাজোটে থাকতে চায়না বসপা। সেদিনই অখিলেশ মন্তব্য করেন বিজেপি বিরোধী মহাজোট গঠেনর ব্যাপারে কংগ্রেসের সদিচ্ছা দেখানো উচিত। এক্ষেত্রে দেরি করলে মহাজোটের সম্ভাবনা দুর্বল হয়ে যাবে।


উল্লেখ্য, উত্তরপ্রদেশে গোরক্ষপুর ও ফুলপুর আসনের উপনির্বাচনে বিজেপিকে হারিয়েছিল সপা-বসপা জোট। এবার মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মহাজোটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সম্ভাবনা একখ ঠাণ্ডাঘরে চলে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন-আট বছর পর বামেদের হাতছাড়া হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, অধিকাংশ আসনেই জয়ী এবিভিপি


প্রসঙ্গত, শনিবারই দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


একনজরে ভোটের নির্ঘণ্ট-


 


ছত্তিসগঢে. ভোট নেওয়া হবে মোট ২ দফায়। ভোটগ্রহণ করা হবে ১২ ও ২০ নভেম্বর।


 


মধ্যপ্রদেশে এক দফায় ভোট। ভোটগ্রহণ করা হবে ২৮ নভেম্বর।


 


মিজোরামেও ভোটগ্রহণ করা হবে ২৮ নভেম্বর।


 


রাজস্থানে ভোট নেওয়া হবে ৭ ডিসেম্বর।


 


তেলেঙ্গানায় ভোটগ্রহণ ৭ ডিসেম্বর।


 


পাঁচ রাজ্যে ভোটগণনা করা হবে ১১ ডিসেম্বর।


 


মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, শিমোগা, বেরিলি ও কর্ণাটকের মান্ধা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হবে ৩ নভেম্বর।


 


রাজস্থান ও তেলেঙ্গানায় মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর।


 


মধ্যপ্রদেশ ও মিজোরামে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১৪ নভেম্বর।


 


ছত্তিসগঢে. মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ অক্টোবর। প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর।