ভারতে ইজ়রায়েল দূতাবাসে হামলা চালাতে পারে আল কায়েদা, বলছে গোয়েন্দা রিপোর্ট
সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে ইহুদের উত্সব রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পালন হবে রোশ হাশানাহ (ইহুদিদের নববর্ষ)
নিজস্ব প্রতিবেদন: ভারতে ইজ়রায়েল দূতাবাসে বড়সড় হামলার ইঙ্গিত দিল গোয়েন্দারা। আল কায়েদা এবং আইএস প্রভাবিত সংগঠন এই ছক কষছে বলে জানানো হয়েছে। গোয়ান্দাদের রিপোর্ট, মূলত ভারতে ইহুদি নাগরিকদের উপর এই হামলা চালানো হতে পারে।
সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে ইহুদের উত্সব রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পালন হবে রোশ হাশানাহ (ইহুদিদের নববর্ষ)। পাশাপাশি, ৮ ও ৯ অক্টোবর ইহুদিদের বিশেষ অনুষ্ঠান যথাক্রমে ইয়ম কিপুর এবং সুক্কত। এই সময়ে বিভিন্ন দেশ থেকে ইহুদিরা আসেন ভারতে।
আরও পড়ুন- আগামী ১৮ অক্টোবরের মধ্যে ফের অযোধ্যা মামলার শুনানি শেষ করার কথা বলল সুপ্রিম কোর্ট
গোয়েন্দা সূত্রে খবর, নয়া দিল্লির ইজরায়েল দূতাবাস, হোটেল, স্কুলে হামলার আশঙ্কা করা হচ্ছে। কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের পদক্ষেপে সমর্থন জানায় ইজ়রায়েল। উল্লেখ্য, ইহুদিদের অভিযোগ, বিশ্বজুড়ে হামলা চালানো হচ্ছে তাদের উপর। আল কায়েদা ও আইএস প্রভাবিত সংগঠনগুলি এই হামলার মূলে রয়েছে। গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে স্থানীয় থানাগুলিকে সতর্ক করা হয়েছে। ইহুদি স্কুল, রেস্টুরেন্ট চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইজ়রায়েল দূতাবাসও কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।