ওয়েব ডেস্ক: বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে ঝড়ের আশঙ্কা। অলআউট অ্যাটাকে তৃণমূল। মূল্যবৃদ্ধি ,বেকারত্ব থেকে সব ইস্যুতেই মোদী সরকারকে কোণঠাসা করতে তৈরি  রাজ্যের শাসকদল। মৃল্যবৃদ্ধি নিয়ে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। আগেই প্রস্তাব গৃহীত হয়েছে রাজ্যসভায়। একুশে জুলাই রাজ্যসভায় এই ইস্যুতে আলোচনার সম্ভাবনা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কতটা নিরপাদ কাশ্মীর? কাজের খোঁজে আসা শ্রমিকরা ভয় পাচ্ছেন


অন্যদিকে এই অধিবেশনেই GST বিল পাসে মরিয়া মোদী সরকার। তবে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধীরা। অরুণাচল থেকে জম্মু। সব ইস্যুতেই কেন্দ্রকে তুলোধনা করতে তৈরি কংগ্রেস বামেরা। আজ অরুণাচল প্রদেশ ইস্যুতে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চলেছে কংগ্রেস।


আরও পড়ুন  নর্তকীর সঙ্গে অশ্লীল কায়দায় সে কী নাচ বিধায়কজির (দেখুন ভিডিও)