ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত ভূস্বর্গ। পরিস্থিতি সামাল দিতে আজ আরও এক দফায় সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠকে বিচ্ছিন্নতাবাদী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরের শান্তি ফেরাতে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা চেয়ে কেন্দ্রকে চিঠিও পাঠিয়েছেন তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাশ্মীর সমস্যা নিয়ে বৈঠকে বসবে।


আরও পড়ুন- কাশ্মীরে ছররা ব্যবহারের বিরুদ্ধে পাকিস্তানের অভিনব প্রতিবাদ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হয় আরও এক আন্দোলনকারীর। ভূস্বর্গে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৭১। গতকাল বিকেল থেকে কাশ্মীরের কাজিগান্দের এলাকায় নতুন করে বিক্ষোভ দানা বাঁধে।  বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তারক্ষীরা গুলি চালায়। তাতেই আরও এক আন্দোলনকারীর মৃত্যু হয়।


আরও পড়ুন- ছররা নিয়ে অজানা সব তথ্য