নিজস্ব প্রতিবেদন: বড় খবর এল SBI-এর গ্রাহকদের জন্য। এখন থেকে আরও কোনও সেভিংস অ্যাকাউন্টেই ন্যুনতম ব্যালান্স রাখা বাধ্যতামূলক নয়। অর্থাৎ, ন্যুনতম ব্যালান্স না রাখার জন্য যে জরিমানা ধার্য করা হয়েছিল, তা মকুব করে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই সিদ্ধান্তের ফলে SBI-এর ৪৪ কোটি ৫১ লক্ষ সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা উপকৃত হবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI-এর চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, “এই সিদ্ধান্তে হাসি ফুটবে গ্রাহকদের মুখে। এর ফলে ব্যাঙ্কের প্রতি গ্রাহকদের আস্থা বাড়বে।”


এই ঘোষণার আগে পর্যন্ত স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মাসে ন্যুনতম একটা টাকা রাখতে হতো। মেট্রো শহরগুলিতে সেভিংস অ্যাকাউন্টে ন্যুনতম ৩ হাজার টাকা, শহরতলি এলাকায় ২ হাজার টাকা ও গ্রামাঞ্চলে ১,০০০ টাকা রাখতেই হতো। এই ন্যুনতম অর্থ অ্যাকাউন্টে না রাখলে জরিমানা গুনতে হতো স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের। এই জরিমানার পরিমাণ ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত। এই এই জরিমানার টাকাই এ দিন মকুব করে দেওয়া হল। একইসঙ্গে এসএমএস-এর জন্য একটা চার্জও কাটা হতো গ্রাহকদের থেকে, যা এ দিন মকুব করে দেওয়া হয়েছে।