নিজস্ব প্রতিবেদন:  বোর্ডের পরীক্ষায় ফেল সবাই। উত্তরপ্রদেশ স্কুল বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ১৫০টি স্কুলের রেজাল্ট শুনলে চোখে কপালে উঠে ‌যাবে। ওইসব স্কুলের সব পরীক্ষার্থীই ফেল করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৯ এপ্রিল উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কেন ওইসব স্কুলে পরীক্ষার্থীদের একজনও পাশ করতে পারল না নিয়ে জবাব তলব করা হয়েছে স্কুলগুলির কাছ থেকে। স্কুলগুলির মধ্যে সরকারি ও বেসরকারি দু'রকমই স্কুল রয়েছে।


আরও পড়ুন-বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী অশোক মিত্র প্রয়াত


উল্লেখ্য, এ বছর বোর্ডের পরীক্ষায় প্রবল কড়াকড়ি করে রাজ্য সরকার। ফলে টুকলি করে পাশ করার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যে কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষাতেই বসেনি বলে অভিযোগ ওঠে। পাশাপাশি পাশের হার অনেকটাই কমেছে। সেইসঙ্গে বেরিয়ে এল ওই ১৫০ স্কুলের ফলাফল।


আরও পড়ুন-সন্ত্রাসের গল্প শুনতে চাই না, কাজ করুন নয় দল ছাড়ুন: কৈলাস বিজয়বর্গীয়


পরীক্ষার আগে নকল করার প্রবণতার দিক দিয়ে রাজ্যের ৫০টি জেলাকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছিল শিক্ষা পরিষদ। এদের মধ্যে আজমগড়, গাজিপুর, রহারাইচ, মির্জাপুর, মৌ, হরদই জেলার একাধিক স্কুলে একজনও পরীক্ষার্থী পাশ করতে পারেনি।