Mohua Moitra: ফোনে নজরদারি! মহুয়ার বিরুদ্ধে এবার সিবিআইয়ের দ্বারস্থ প্রাক্তন বন্ধু জয় অনন্ত...
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তখনও সাংসদ পদ খারিজ হয়নি। প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদরিকেই এক্স হ্যান্ডেলে ব্লক করে দিয়েছিলেন মহুয়া। কেন? পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী জয় নাকি তাঁর বিরুদ্ধে কুৎসা করছেন! ব্লক করার স্ক্রিটশট পোস্ট করেছিলেন দেহদরি। লিখেছিলেন, `ঠিক আছে। সত্যি সবসময় হজম করা কঠিন`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও চাপে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। এবার ফোনে নজরদারির অভিযোগ! সিবিআইয়ের দ্বারস্থ হলেন মহুয়ারই প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদরি।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: সামনেই অ্যাসিড টেস্ট, কত আসনে ভাগ্যপরীক্ষা করতে চায় কংগ্রেস?
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তখনও সাংসদ পদ খারিজ হয়নি। প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদরিকেই এক্স হ্যান্ডেলে ব্লক করে দিয়েছিলেন মহুয়া। কেন? পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী জয় নাকি তাঁর বিরুদ্ধে কুৎসা করছেন! ব্লক করার স্ক্রিটশট পোস্ট করেছিলেন দেহদরি। লিখেছিলেন, 'ঠিক আছে। সত্যি সবসময় হজম করা কঠিন'।
ব্যবধান মাস খানেকের। মহুয়ার বিরুদ্ধে সিবিআইকে চিঠি লিখলেন সেই প্রাক্তন বন্ধু। জয় অনন্তের অভিযোগ, 'পশ্চিমবঙ্গ পুলিসের কয়েকজন শীর্ষকর্তার ষড়যন্ত্র করে তাঁর ব্যক্তিগত গতিবিধির উপর নজর রাখছেন মহুয়া'।
এর আগে, ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল এথিক্স কমিটি। সংসদে তখন শীতকালীন অধিবেশন চলছে। লোকসভায় পেশ করা হয় এথিক্স কমিটির সেই রিপোর্ট। সেই প্রস্তাবের উপর আলোচনার জন্য প্রথমে আধঘণ্টা সময় দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা। পরে তৃণমূল আর্জি মেনে বাড়তি সময় দেন তিনি। তবে মহুয়াকে অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তুমুল হুইহট্টগোলের পর শেষপর্যন্ত লোকসভা ধ্বনি ভোটে পাস হয়ে যায় প্রস্তাব। কবে? 8 ডিসেম্বর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)