নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহেই বিভিন্ন রাজ্যে আটকেপড়া মানুষদের জন্য ১৫ জোড়া ট্রেন চালু করেছে কেন্দ্র। কিন্তু বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা এখনও ঘরে ফিরতে পারছেন না। গতকালই গুজরাট, উত্তরপ্রদেশে বিক্ষোভ হয়েছে। এরকম এক অবস্থায় রাজ্যগুলিকে আরও ট্রেন-বাস চালানোর অনুমতি দিতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। এনিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল বদল করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চিনেই উত্স করোনার! চাপে পড়ে তদন্তে রাজি হলেন জিনপিং


স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, ট্রেন-বাস কোথায় চলছে তা ঠিকঠাক না জানার জন্য বিভিন্ন রাজ্যে আটকেপড়া শ্রমিকরা অধৈর্য হয়ে পড়ছেন। এনিয়ে সমন্বয় প্রয়োজন।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা মনে করেন, কোভিড সংক্রমণ ও জীবিকা হারানোর ভয় পাচ্ছেন শ্রমিকরা ।এর জন্য বেশকিছু ব্যবস্থা করা হয়েছে।


রাজ্য সরকার ও রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে আরও স্পেশাল ট্রেন চালাতে হবে রাজ্যগুলিকে


ওইসব শ্রমিকদের স্যানিটেশন, বিশ্রাম নেওয়া ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করতে হবে।


কখন কোথা থেকে ট্রেন বাস ছাড়ছে তা স্পষ্ট করে জানাতে হবে।


মহিলা ও শিশুদের বিশেষ গুরুত্ব দিতে হবে।


আরও পড়ুন-আরও কাছে ঘূর্ণিঝড়, আমফানের দাপটে বৃষ্টি শুরু হয়ে গেল রাজ্যে 


যেসব শ্রমিক পায়ে হেঁটে ফিরছেন তারা কোথায় বিশ্রাম নিতে পারবেন তার ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। কাছাকাছি স্টেশন বা বাসস্ট্যান্ড কোথায় রয়েছে তা তাদের বলে দিতে হবে।


প্রতিটি রাজ্যে অন্যরাজ্যের শ্রমিক-বাস ঢোকার অনুমতি দিতে হবে।