নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবে কংগ্রেসের হারাকিরির সুযোগ তুলতে মাঠে নেমে পড়ল বিজেপি। তিন কৃষি বিল নিয়ে অনেকখানি পিছিয়ে থাকা গেরুয়া শিবিরের এখন পাখির চোখ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং (Amarinder Singh)। বুধবার সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে শাহের বাসভবনে হন তিনি। দু'জনের মধ্যে ঘণ্টাখানেক ধরে চলে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গেও অমরেন্দ্র (Amarinder Singh) দেখা করতে পারেন বলে খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাবে একপ্রকার বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় অমরেন্দ্রকে (Amarinder Singh)। তার পর নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকে তিনবার অপমানিত করেছে। একইসঙ্গে বন্ধুদের সঙ্গে কথা বলে রাজনৈতিক সম্ভাবনার পথ খোলা রাখা কথাও জানান অমরেন্দ্র (Amarinder Singh)। সেই সম্ভাবনার খোঁজেই কি শাহি দরবারে? অমরেন্দ্র ঘনিষ্ঠরা প্রথমে এমন জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। পরে 'সৌজন্য সাক্ষাৎ' বলে দাবি করেন। ঘণ্টাখানেকের বৈঠকের পর অমরেন্দ্র (Amarinder Singh) টুইট করেন,''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করলাম। কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ নিরসনের দাবি করেছি। বিল প্রত্যাহার করে দ্রুত সমস্যার সমাধান করুন। নিশ্চিত করুন ন্যূনতম সহায়ক মূল্য। পাশাপাশি পঞ্জাবে বিভিন্ন ধরনের শস্য চাষে সহায়তা করুন।''



শুধুই কি কৃষকদের সমস্যা নিয়েই শাহি দরবারে গিয়েছিলেন অমরেন্দ্র (Amarinder Singh)? পঞ্জাবে ভোট আর পাঁচ মাস বাকি। অমরেন্দ্রর পক্ষে এত তাড়াতাড়ি নতুন দল গঠন করে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প বলতে অকালি দল, আপ বা বিজেপি। অকালির সুখবিন্দর সিং বাদল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। সেখানে অমরেন্দ্রর গিয়ে লাভ নেই। ওদিকে পঞ্জাবের বিজেপির অবস্থা বেহাল। দীর্ঘদিনের শরিক অকালি সঙ্গত্যাগ করেছে। কৃষক বিক্ষোভের জেরে কৃষিপ্রধান পঞ্জাবে জোর ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এই অবস্থায় অমরেন্দ্রর মতো বিশ্বাসযোগ্যকে নেতাকে মুখ হিসেবে সামনে রাখতে পারলে বিজেপির লাভ। বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রের রফাতেও বড় ভূমিকা নিতে পারেন তিনি। সবমিলিয়ে পঞ্জাবে মরা গাঙে বান আনতে প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন মোদী-শাহের তুরুপের তাস। 


আরও পড়ুন- বাঙালিদের ভরসা করেন না PM Modi, সাত বছর প্রতিমন্ত্রী থাকার পর উপলব্ধি Babul-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)