বাঙালিদের ভরসা করেন না PM Modi, সাত বছর প্রতিমন্ত্রী থাকার পর উপলব্ধি Babul-র

 ২০১৪ সালে এই প্রধানমন্ত্রীই আসানসোলের সভায় বলেছিলেন,''মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে।'' 

Updated By: Sep 29, 2021, 05:45 PM IST
বাঙালিদের ভরসা করেন না PM Modi, সাত বছর প্রতিমন্ত্রী থাকার পর উপলব্ধি Babul-র

নিজস্ব প্রতিবেদন: বাঙালিদের উপর ভরসা করেন না প্রধানমন্ত্রী (PM Modi)। সেজন্য বাংলা থেকে নির্বাচিত কাউকে পূর্ণমন্ত্রী করা হল না। ৭ বছর মোদীর মন্ত্রিসভায় থাকার পর এহেন উপলব্ধি করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এখন বাংলার জন্য মমতার নেতৃত্বেই কাজ করতে চান তিনি।        

বুধবার সকালে দিল্লি থেকে হাওড়া স্টেশনে নামেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেখানে সাংবাদিকদের তিনি বলেন,''গত সাত বছরের দিল্লিযাত্রায় আমার মনে হয়েছে বাঙালিদের উপরে ভরসা করছেন না প্রধানমন্ত্রী। পূর্ণমন্ত্রী তো ছেড়েই দিন বাংলা থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও করা হয়নি। আমার কথা বলছি না। আলুওয়ালিয়াজি অনেক সিনিয়র মানুষ। তাঁকেও দেওয়া হয়নি। বাংলা থেকে যাঁরা নির্বাচিত হচ্ছেন তাঁদের প্রতি অসামঞ্জস্য রয়েছে।'' তৃণমূলে যোগ দেওয়ার পর নেত্রীর নির্দেশেই কাজ করবেন বলে এ দিনও স্পষ্ট করে দিয়েছেন বাবুল (Babul Supriyo)। তাঁর বক্তব্য,''এবার বাংলার জন্য মমতা দিদির নেতৃত্ব কাজ করতে পারব।'' 

ঘটনা হল, ২০১৪ সালে এই প্রধানমন্ত্রীই আসানসোলের সভায় বলেছিলেন,''মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে।'' তার পর বাবুল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হন। মোদী সরকারের দ্বিতীয় জমানাতেও তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রিসভা রদবদলে বাদ পড়েন বাবুল। তখনই ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। বিজেপির সঙ্গে দূরত্বের সূচনাও হয়। তার পর তৃণমূলে যোগদান। যদিও প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কথা শোনা যায়নি বাবুলের মুখে। এই প্রথম বাঙালি আবেগ টেনে মোদীকে নিশানা করলেন। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ,''মোদীজি বাঙালিদের প্রতি স্নেহশীল নন এটা বুঝতে বাবুলের সাত বছর লাগল! বেশ তো ওঁর বর্তমান দল দু'বছরের মধ্যে কেন্দ্রের ক্ষমতায় আসবে। তখন না হয় ক্যাবিনেট মন্ত্রী হবেন!''         

আরও পড়ুন- ''আমরা জি হুজুর নই,'' গোয়া-পঞ্জাবে Congress-র হারাকিরিতে Kapil-র নিশানায় গান্ধীরা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.