ওয়েব ডেস্ক: ১২০ কোটির ভারত শান্তিতে ঘুমায়, কারণ ওরা জেগে থাকে। ১২০ কোটির ভারত নিরাপদে থাকে কারণ আমাদের নিরাপত্তা দেয় ওরা। প্রত্যেক মুহুর্তে মৃত্যুর মুখোমুখি হন ওরা। তেরঙ্গার সম্মান বাঁচাতে স্প্লিনটারকে নিজের বুকে আশ্রয় দিতেও দ্বিধা করে না ওরা। ওরা রক্ষক, ওরা ভারতীয় আর্মি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমন কিছু তথ্য ভারতীয় আর্মিদের সম্পর্কে জানুন, যা আপানাকে গর্বিত করবে। শুধু ভারতীয় নয়, প্রতি দেশের আর্মির ক্ষেত্রেই শ্রদ্ধা হবে, কারণ শ্রদ্ধা করলেই শ্রদ্ধা পাওয়া যায়। 


গোটা পৃথিবীর যে কটি দেশে সেনার সংখ্যা সবথেকে বেশি, সেই তালিকায় তৃতীয় নম্বর স্থানে ভারত। আমেরিকা আর চিনের পরই রয়েছে ভারত।


ইন্ডিয়ান আর্মিতে কোনও সংরক্ষণ নেই। জাতি, ধর্ম নির্বিশেষে কেবল যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হয় ভারতীয় আর্মিতে। 


রাষ্ট্রসংঘের শান্তি মিশনে ভারত অন্যতম প্রধান দেশ যাঁদের শান্তি রক্ষা বাহিনী আর্মি গোটা বিশ্বে 'শান্তির বর্ষণে মেঘ'। 


ভারতীয় আর্মির স্পেশ্যাল ইউনিটকে বলা হয় প্যারা কমান্ডো। বলা হয় এই প্যারা কমান্ডো হল বিশ্বের অন্যতম গোপন সংস্থাগুলোর মধ্যে একটি। 


১৮৯৭ সালে সারাগারি যুদ্ধে ১৪০০ আফগানিদের সঙ্গে লড়াই করেছিল সাহসী ২১ শিখ। তাঁরা সকলেই ভারতীয় আর্মি ছিলেন।    


ভারতের সেনারা গোটা বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ ক্ষেত্রে ঘাঁটি গেড়েছেন। সিয়াচেন, যেখানে তাপমাত্রা থাকে -৫০ ডিগ্রিরও কম। 


ভারতের সেনাবাহিনী কেবল ১৯৬২ সালের চিন যুদ্ধ ছাড়া কোনও যুদ্ধেই হারেনি।