ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সদস্য আম্বাতি রায়েডুর বিরুদ্ধে বৃদ্ধের সঙ্গে প্রকাশ্যে অভব্যতার অভিযোগ। ভাইরাল হয়েছে ভিডিওটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও বলুন - 'উপস্থিত' না বলায় পড়ুয়াকে ৪০ চড় শিক্ষিকার


বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে থাকে। তাতে ভারতীয় দলের ক্রিকেটার আম্বাতি রায়েডুকে কয়েকজন যুবক ও এক বৃদ্ধের সঙ্গে অভব্যতা করতে দেখা যায়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ওই ঘটনার আগে আম্বাতি রায়েডু বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। এক বৃদ্ধ তার প্রতিবাদ করলে রায়েডু এই কাণ্ড করেন বলে দাবি।


 



ভিডিও ভাইরাল হওয়ার দিন কলোম্বোয় চতুর্থ একদিনের ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। আক্রান্ত বৃদ্ধ সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও জানা গিয়েছে, সাত সকালে সেই সময় স্টেডিয়াম সংলগ্ন পার্কে শরীরচর্চা করছিলেন অনেকে। সেই সময়ই পার্কের রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে নিজের এসইউভি চালিয়ে যাচ্ছিলেন রায়েডু। এক বৃদ্ধ তাঁকে ধীরে গাড়ি চালাতে বললে পরামর্শ শোনার বদলে ক্ষেপে ওঠেন তিনি। গাড়ি থেকে নেমে বৃদ্ধকে মারতে ছোটেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা বৃদ্ধকে রায়েডুর হাত থেকে বাঁচান।