নিজস্ব প্রতিবেদন: লকডাউনের জেরে দেখা দিয়েছে নগদ সংকট। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর ঘোষণা, আগামী ৩ মাস যে কোনও ব্যাঙ্কের এটিএমে ডেবিট কার্ড ব্যবহার করলে লাগবে না কোনও চার্জ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম জমা (Balance) না থাকলে কোনও চার্জ দিতে হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আগামী ৩ মাস ডেবিট কার্ড ব্যবহার করে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে। সেজন্য কোনও চার্জ কাটা হবে না। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও চার্জ লাগবে না। সীতারমনের আবেদন, জরুরি প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। অনলাইনেই লেনদেন করুন। 



এর পাশাপাশি শিল্পসংস্থাগুলিকে স্বস্তি দিয়ে একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। -  


২০১৮-১৯ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল চলতি বছরের ৩১ মার্চ। তা বাড়িয়ে করা হল ৩০ জুন।


আয়কর জমা দেওয়ায় দেরি হলে সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৯%। 


আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে করা হল ৩০ জুন। 


টিডিএস রিটার্ন জমা দেওয়ার শেষ দিন অপরিবর্তিত থাকছে। তবে বিলম্বিত জমায় আগে লাগত ১৮ শতাংশ সুদ। এখন তা কমিয়ে করা হয়েছে ৯ শতাংশ। 


৫ কোটি টাকার কম বার্ষিক লেনদেন সংস্থাগুলির ক্ষেত্রে আয়কর রিটার্নের ক্ষেত্রে কোনওরকম বিলম্বিত ফি (লেট ফি) দিতে হবে না। তবে সুদ দেবে তারা। 


নতুন সংস্থার নথিভুক্তিকরণের পর ৬ মাসের মধ্যে ঘোষণাপত্র (declaration) জমা দিতে হতো। তার সময়সীমা বাড়ানো হল আরও ৬ মাস। 


মার্চ-এপ্রিল-মে জিএসটি জমা দেওয়ার সময়সীমা বেড়ে হয়েছে ৩০ জুন।  


আরও পড়ুন- লকডাউনকে 'ছুটি' ভেবে আড্ডায় মত্ত মানুষ! লাঠিপেটা করে রাস্তা ফাঁকা করতে হল পুলিসকে