লকডাউনকে 'ছুটি' ভেবে আড্ডায় মত্ত মানুষ! লাঠিপেটা করে রাস্তা ফাঁকা করতে হল পুলিসকে

Mar 24, 2020, 13:32 PM IST
1/5

তন্ময় প্রামাণিক : লকডাউনের মধ্যেই রাস্তায় আড্ডা! লাঠিপেটা করে ঘরে ঢোকাল পুলিস। লকডাউন কলকাতায় ধরা পড়ল এমনই নাগরিক 'সচেতনতার' ছবি!বিডন স্ট্রিট, চিৎপুর ক্রসিং, রাজবল্লভপাড়া, সেন্টাল অ্যাভিনিউ, সর্বত্রই ছবিটা মোটের উপর এক। রীতিমতো লাঠি নিয়ে তাড়া করে  রাস্তা ফাঁকা করতে হচ্ছে পুলিসকে। 

2/5

জিজ্ঞাসা করতেই জানা গেল, কেউ নাকি আড্ডা মারতে বেরিয়েছেন! কেউ আবার লকডাউনে ফাঁকা রাস্তা ঘুরে দেখতে বেরিয়েছেন! লকডাউনে জন্য ছুটির মেজাজ! প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর হাজার আবেদন, অনুরোধেরও যে মানুষের এখনও হুঁশ ফেরেনি, তা আরও স্পষ্ট হল।

3/5

মুখের কথায় কাজ হচ্ছে না দেখে, শেষে পুলিসকে দেখা গেল লাঠি উঁচিয়ে তেড়ে যেতে। পুলিস লাঠির ঘা দিতেই রাস্তা ফাঁকা হতে শুরু করল। সচেনতনতার এমন হাল যদি খোদ কলকাতায় হয়, তাহলে জেলাগুলিতে কী পরিস্থিতি? আতঙ্কে প্রমাদ গুনছেন অনেকেই।

4/5

কেউ আবার রাস্তায় বেরনোর কারণ হিসেবে বাজার যাওয়া, ওষুধ কেনা, ব্যাঙ্কে যাওয়া, এটিএম-এ টাকা তুলতে যাওয়ার যুক্তি তুলে ধরলেন। পুলিসকে দেখা গেল শুধু বড় রাস্তা নয়, অলিগলিতে ঢুকেও মানুষকে ঘরে ঢোকাতে।

5/5

পুলিসি তাড়ার মুখে, কেউ কেউ স্বীকার করেও নিলেন যে, 'ভুল করে বেরিয়ে পড়েছি।' কেউ বলছেন, 'আর করব না।' উল্লেখ্য, লকডাউনের নিয়ম ভাঙায় এখনও পর্যন্ত কলকাতায় আড়াইশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিস।