নিজস্ব প্রতিবেদন: রবিবার উদ্ধব ঠাকর একটি ভিডিও প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে এ বার খোলাখুলি বিরোধিতা করবে শিবসেনা। উল্লেখ্য, শুক্রবারের অনাস্থা ভোটে দলের ১৮ সাংসদ ভোটদানে বিরত থেকে আগেই যা স্পষ্ট করে দিয়েছেন। এ ছাড়াও সংসদে রাহুল গান্ধির প্রশংসায় ইতিমধ্যেই সরব হয়েছে শিবসেনা। এ বার শিবসেনা-বিজেপি ভাঙনের জল্পনাকে আরও স্পষ্ট দিশা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জানিয়ে দিয়েছেন, কোনও রকম তিক্ততা নিয়ে জোট বজায় রাখতে আগ্রহী নয় বিজেপি। তাই প্রয়োজন হলে ২০১৯-এর লোকসভা নির্বাচন একাই লড়বে বিজেপি। মহারাষ্ট্রে এখনও শিবসেনা-বিজেপির জোট সরকার বর্তমান। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ভাঙনের সম্ভাবনাই ক্রমশ স্পষ্ট হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এবার প্রকাশ্যেই বিজেপি বিরোধিতায় নামছে শিবসেনা!


লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে সবকটি আসনেই প্রার্থী দেবে বিজেপি। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে দল। বিজেপি কর্মী-সমর্থকদেরও এই বিষয়ে যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় কর্মীদের নিয়ে ইতিমধ্যেই ২৩টি বিষয় সম্বলিত একটি কার্মসূচী গ্রহণ করা হয়েছে। যার লক্ষ্য অবশ্যই ২০১৯-এর নির্বাচন। মহারাষ্ট্রের সমস্ত সোশ্যাল মিডিয়া সেলগুলিকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। দলের নির্বাচন কার্মসূচীতে এখন একটাই মন্ত্র, ‘এক বুথ, ২৫ইউথ’! প্রত্যেকটি বুথে পাঁচজন করে মোটরমাইক সহ কর্মী নিয়োগ করার নির্দেশ দিয়েছেন শাহ। মহারাষ্ট্রে ২০১৯-এর লোকসভা নির্বাচনে শিবসেনার সমর্থন ছাড়া লড়াইয়ে নামার সম্ভাবনাকে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকদের আরও সংগঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।