শাহের কাছে নালিশ TMC-র, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা চাইবেন স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রিপুরার পরিস্থিতি নিয়ে নর্থ ব্লকে সকাল থেকে ধরনায় বসেন তৃণমূলের প্রতিনিধিরা। বিক্ষোভও দেখান তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগ মন দিয়ে শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপ্লব দেবের কাছে ব্যাখ্যা চেয়ে পাঠানোর আশ্বাসও দেন। নর্থ ব্লক সূত্রের খবর এমনটাই।
ত্রিপুরার পরিস্থিতি নিয়ে নর্থ ব্লকে সকাল থেকে ধরনায় বসেন তৃণমূলের প্রতিনিধিরা। বিক্ষোভও দেখান তাঁরা। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন দাবি করেন, অমিত শাহে সাক্ষাতের অনুমতি চেয়েও পাননি। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূলে উপর হামলা হচ্ছে। এর প্রতিবাদে আমরা অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি।'' পরে বিকেল ৪টেয় অমিতের বাসভবনে গিয়ে দেখা করার সময় দেওয়া হয়।
সূত্রের খবর, ওই বৈঠকে ত্রিপুরায় আইনশৃঙ্খলার অবনতি ও সায়নী ঘোষের গ্রেফতারি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূলের প্রতিনিধিরা। তখনই অমিত শাহ জানান, ইতিমধ্যেই বিপ্লব দেবের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তৃণমূল প্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠানোর আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন- Agartala: আক্রান্ত বিরোধী দল-পুলিস, দুয়ারে গুন্ডা মডেল ঢুকে গিয়েছে ত্রিপুরায়: অভিষেক
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)