নীতীশকে এনডিএ জোটে সামিল হওয়ার আমন্ত্রণ অমিত শাহের
ওয়েব ডেস্ক: নীতীশ কুমারকে এনডিএ জোটে সামিল হওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী।
শনিবার অমিত শাহ ট্যুইট করেন, “গতকাল আমার বাসভবনে এসেছিলেন জেডিইউ-র সভাপতি নীতীশ কুমার। জেডিইউকে এনডিএ-তে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছি।”
জেডিইউ সূত্রে খবর, ১৯ জুলাই পটনায় দলের জাতীয় কার্যসমিতির বৈঠক। তখনই এনিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।
গত ২৬ জুলাই বিহারে মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ কুমার। বিজেপির সমর্থনে তিনি বিহারে সরকার চালাচ্ছেন। জেডিইউ-র ১২ জন সাংসদ রয়েছেন। তার মধ্যে ২ জন লোকসভার ও ১০ জন রাজ্যসভার সাংসদ।
শরদ যাদব মুক্ত, তিনি নিজেই সিদ্ধান্ত নিক, বার্তা নীতীশের