নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা নিয়ে এবার কংগ্রেসকে পালটা হামলা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে এক সভায় পঞ্জাবে কংগ্রেস নেতা নভজোত্ সিং সিধুকে নিশানা করে অমিত শাহ বলেন, কংগ্রেসের মন্ত্রীরা পাকিস্তানের সেনাপ্রধানকে জড়িয়ে ধরেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত শাহ বলেন, 'গোটা দেশ শহিদদের পরিবারের সঙ্গে রয়েছে। সন্ত্রাসবাদীদের জবাব দিতে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে কোনও ভাবেই বরদাস্ত করবে না এই সরকার।' কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, 'পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। জওয়ানদের আত্মত্যাগ নিয়ে রাজনীতির মাঠে নেমেছে তারা।' 


বাহিনীর নিরাপত্তায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের, এবার থেকে বিমানে শ্রীনগর যাবেন জওয়ানরা


অমিত শাহের দাবি, 'বিজেপিই দেশের একমাত্র পার্টি যার সন্ত্রাসবাদ নিয়ে কঠোর অবস্থান রয়েছে। কংগ্রেস পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতির খেলা খেলছে। ওরা হামলার দিন প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। তাই পুলওয়ামা হামলা নিয়ে যেন কোনও রাজনীতি না করে কংগ্রেস।'


এদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়েডুকেও এতহাত নেন অমিত শাহ। বলেন, চন্দ্রবাবুর পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর ভরসা আছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর ওপর নেই।