ওয়েব ডেস্ক: ২০০২ সালের  নারোদা গাম সংঘর্ষ মামলায় অভিযুক্ত বিজেপি মন্ত্রী মায়া কোদনানির পাশে দাঁড়ালেন অমিত শাহ। সোমবার সকালে আমেদাবাদ দায়রা আদালতে দাঁড়িয়ে অমিত তাঁর সাক্ষ্যে বলেন, “ঘটনার দিন অর্থাত্ ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি নারদো গামে সংঘর্ষের সময়ে ঘটনাস্থলে ছিলেনই না মায়া কোদনানি।“ তাঁর দাবি, সকাল ৮টা থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত  মায়া কোদনানি রাজ্য বিধানসভায় ছিলেন। তারপর সেখানে থেকে সিটি হাসপাতালে যান তিনি। হাসপাতালেই মায়ার সঙ্গে সেদিন দেখা হয়েছিল অমিত শাহের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়ে নারোদা গামে ১১ জন মুসলমানকে হত্যা করার অভিযোগ ওঠে। মোট ৮২ জন অভিযুক্তের মধ্যে প্রথম সারিতেই নাম ছিল গুজরাতের তত্কালীন মন্ত্রী মায়া কোদনানির। অন্যদিকে, নারোদা পাটিয়া মামলায় ৯৭ জন মুসলমানকে হত্যার অভিযোগে ইতিমধ্যেই মায়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এদিকে মায়া প্রথম থেকেই দাবি করে আসছিলেন, ২০০২ সালের সেই দিনটিতে ঘটনাস্থলে ছিলেনই না তিনি। পাশাপাশি এই মামলায় সাক্ষী হিসাবে আদালতে অমিত শাহেরই নাম নিয়েছিলেন কোদনানি। সাক্ষ্যদানের জন্য একাধিকবার তারিখ নির্দিষ্ট করা হলেও, আদালতে হাজির হননি বিজেপির কেন্দ্রীয় সভাপতি। অবশেষে গত সপ্তাহে আদালত নির্দেশ দিয়েছিল, অমিত শাহ যদি নিজে উপস্থিত থেকে সাক্ষ্য দিতে না পারেন, তবে তিনি যেন তাঁর প্রতিনিধি হিসাবে একজন আইনজীবী নিযুক্ত করেন। তারপরই আদালতে আসেন আমিত এবং পাশে দাঁড়ান মায়ার।