নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের টুইটার গায়েব হয়ে গেল প্রোফাইল ছবি। পরে ছবিটি ফিরে আসে টুইটারে। টুইটারের মুখপাত্র জানান, আন্তর্জাতিক স্বত্বাধিকার নীতির কারণে সাময়িকভাবে লক করে দেওয়া হয় অমিতের অ্যাকাউন্টটি। বলে রাখি, অমিত শাহের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৩৬ লক্ষ। তিনি ফলো করেন ২৯৬ জনকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিতের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি উধাও হওয়ায় স্বাভাবিকভাবে হইচই শুরু হয়। তিনি শুধু বিজেপির শীর্ষ নেতা নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। তাঁর অ্যাকাউন্টের ছবিতে দেখানো হচ্ছিল,'Media not displayed'। জানা গিয়েছে, ছবির স্বত্বাধিকারীর রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করে টুইটার। স্বত্বাধিকার আইন নিয়ে বিস্তারিত জানায়নি টুইটার। তবে তাদের কপিরাইট পলিসি বলছে, ছবির উপরে অধিকার ব্যক্তির নয়, বরং ফটোগ্রাফারের। পরে টুইটার কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক কপিরাইট নীতি মেনে চলে সংস্থা। সেখানেই একটা ভুলের কারণে সাময়িকভাবে লক করে দেওয়া হয়েছিল। অতিশীঘ্রই অ্যাকাউন্টটি চালু হয়ে যায়।



অন্যদিকে, লেহকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অংশ না করে জম্মু-কাশ্মীরের মধ্যে দেখানোয় টুইটারকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক নোটিসে জানিয়েছে, লেহকে লাদাখের অংশ, তা না করে জম্মু-কাশ্মীরের দেখানো হয়েছে। ৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না।  টুইটারের বক্তব্য, মানচিত্রে এখনও সংশোধন করেনি তারা। সে কারণে লেহ এখনও জম্মু-কাশ্মীরের অংশই রয়ে গিয়েছে। এর আগে লেহকে চিনা ভূখণ্ডে ফেলেছিল টুইটার। সংস্থার সিইও ডরসিকে চিঠি দিয়ে প্রতিবাদ করে কেন্দ্র। তারপর ভুল শোধরায় সংস্থা। 


আরও পড়ুন- রোজ ₹২২ কোটি দান করে সবচেয়ে 'দয়ালু' ভারতীয় আজিম প্রেমজি