নিজস্ব প্রতিবেদন: অমৃতসরের চৌরাবাজারে ট্রেন দুর্ঘটনার দায় কার? স্থানীয়রা বলছেন, এতগুলির মৃত্যুর দায়ভার নিতে হবে প্রশাসনকে। কারণ, অনুমোদন ছাড়াই রাবণ দহনের আয়োজন করেছিল কংগ্রেস। এমনকি অনুষ্ঠানস্থলে ছিলেন কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমৃতসরে দুর্ঘটনার পর ফুঁসছেন সাধারণ মানুষ। পরিজনকে হারিয়ে ভেঙে পড়েছেন অনেকে। চারদিকে কান্নার রোল। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রশাসনের অনুমতি না নিয়েই রেললাইনের পাশের মাঠে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করেছিল কংগ্রেস। রেললাইনের দিকে লাগানো হয়েছিল এলইডি। ঘটনাস্থলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্জাবের মন্ত্রী সিধুপত্নী নভজ্যোত কৌর। রাবণের কুশপুতুল দহনের পরই আগুনের হাত থেকে বাঁচতে লোকজন রেললাইনের দিকে ছুটে যায়। ঠিক তখনই পরপর পাশ করে ডিএমইউ ও অমৃতসর এক্সপ্রেস। 


স্থানীয়দের অভিযোগ, এতবড় দুর্ঘটনার পর নভজ্যোতপত্নী উদ্ধারকাজে সহযোগিতা করেননি, উল্টে ঘটনাস্থল ছেড়ে পালান। এটা রাজ্যের লজ্জা। স্থানীয় কংগ্রেস নেতারা অনুমতিটুকু নেওয়ার প্রয়োজন বোধ করেননি। উত্সব পালন করতে এসে পরিজন হারালেন মানুষ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। 



অমৃতসরের ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর মিলেছে। 


আরও পড়ুন- রাবণ দহনের ভিড়ে আচমকা তীব্র গতিতে ছুটে এল ট্রেন, দেখুন মর্মান্তিক ভিডিও