লাগাতার অশান্তির জেরে অনিশ্চিত, অনন্তনাগ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন
অশান্ত কাশ্মীর উপত্যকা। শান্ত হওয়ার কোনও ইঙ্গিতই নেই যেন। বরং, দীর্ঘদিন ধরে লাগাতার অশান্তির জেরে এবার কিনা অনিশ্চিত, অনন্তনাগ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত অনন্তনাগে উপনির্বাচনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাড়তি সেনা মোতায়েনের আর্জি জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সেই পরিমান সেনা মোতায়েন করাও সম্ভব হয়নি।
ওয়েব ডেস্ক: অশান্ত কাশ্মীর উপত্যকা। শান্ত হওয়ার কোনও ইঙ্গিতই নেই যেন। বরং, দীর্ঘদিন ধরে লাগাতার অশান্তির জেরে এবার কিনা অনিশ্চিত, অনন্তনাগ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত অনন্তনাগে উপনির্বাচনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাড়তি সেনা মোতায়েনের আর্জি জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সেই পরিমান সেনা মোতায়েন করাও সম্ভব হয়নি।
আরও পড়ুন ফের পাক উস্কানিতে শহিদ হলেন দুই ভারতীয় জওয়ান
সেই কারণে আগামী ১২ থেকে ২৫ শে মে পর্যন্ত উপনির্বাচনের সূচিও বদল করে নির্বাচন কমিশন।এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত জানতে চেয়েছে নির্বাচন কমিশন। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে কোনও সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা