Jagan Mohan Reddy Injured: প্রচারে উড়ে এল ইট-পাটকেল, আহত মুখ্যমন্ত্রী!
Jagan Mohan Reddy Injured: ওয়াইএসআর কংগ্রেস সূত্রের খবর, জগন যখন বাসে চড়ে প্রচার করছিলেন সেই সময় একটি স্কুল থেকে পাথর উড়ে আসে। এটি টিডিপির ষড়যন্ত্র
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রচারের বেরিয়ে গুরুতর আহত অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। বিজয়ওয়াড়ার প্রচারের সময়ে তাঁকে লক্ষ্য করে উড়ে আসে ইট পাটকেল। তা এসে লাগে জগনের মুখে। জগনের চোখে মোটা ব্যান্ডেজও পড়েছে। ওয়াইএসআর কংগ্রেস প্রধান এদিন বাসে চড়ে প্রচার করছিলেন। সেইসময় ইট উড়ে এসে লাগে জগনের ভ্রুতে। সেখানে ২টো সেলাই দিতে হয়েছে।
আরও পড়ুন- 'নিশীথ জিতলে কোচবিহারে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ তাঁর নেতা বলেছে'
ওয়াইএসআর কংগ্রেস সূত্রের খবর, জগন যখন বাসে চড়ে প্রচার করছিলেন সেই সময় একটি স্কুল থেকে পাথর উড়ে আসে। এটি টিডিপির ষড়যন্ত্র।
এদিন একটি বাস যাত্রায় বেরিয়েছিলেন জগন। ইটের আঘাতে আহত হন জগনের পাশেই থাকা দলের বিধায়ক শ্রীনিবাস রাও। মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে জগনের বাসটি যখন সিং নগরে বিবেকানন্দ স্কুলের কাছে আসে তখনই জগনের কপালে এসে লাগে পাথর।
ওই হামলার ঘটনার নিন্দা করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জগনের উপরে পাথর হামলবার নিন্দা করছি। রাজনৈতিক লড়াই কখনও হিংসার রাস্তা নেওয়া উচিত নয়। গণতন্ত্রে সৌহার্দ থাকা উচিত। জগনের দ্রুত সুস্থতা কামনা করি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)