নিজস্ব প্রতিবেদন: রাজ্যের মন্দিরগুলিতে পশুবলি নিষিদ্ধ করল ত্রিপুরা হাইকোর্ট। শুক্রবার এই রায় কার্যকর করতে রাজ্য সরকারকে নির্দেশ দিল আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রামবনে বৃদ্ধকে ঘরে আটকে রাখতে গিয়ে নিজেদেরই ফাঁদে ৩ জঙ্গি, চলছে গুলির লড়াই


বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অরিন্দম লোধার বেঞ্চের পক্ষ থেকে এদিন বলা হয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে রোজ বলি দেওয়ার রেওয়াজও নিষিদ্ধ করা হল। পাশাপাশি রাজ্যে বন্ধ হল যে কোনও ধরনের পশু-পাখি বলি দেওয়ার প্রথা।


বেঞ্চের পক্ষ থেকে এদিন বলা হয়, পশুবলি ধর্মের পুরনো কোনও প্রথা নয়। এটি ২১ ধারারও পরিপন্থী। সরকার মন্দিরের উত্সর্গ করা পশু সংরক্ষণের জন্য জমি দান করুক।



উল্লেখ্য, রাজ্যের মন্দিরগুলিতে পশুবলি নিষিদ্ধ করার আবেদন করে হাইকোর্টে একটি পিআইএল করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুভাষ ভট্টাচার্য।


এদিন সরকারি আইনজীবী আদালতে বলেন, ‘হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী পশু বলি দেওয়া অত্যন্ত পুরনো একটি রেওয়াজ। তাই এই প্রথা বন্ধ করা যায় না।’ বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, এটি কোনও পুরনো রেওয়াজ নয়। কেউ পশু বলি দিতে চাইলে তা সরকারি খামারে রাখা হোক।


আরও পড়ুন-বীরেন্দ্রকৃষ্ণের অমোঘ কণ্ঠে চণ্ডীপাঠ, ঘাটে-ঘাটে তর্পণ, দেবী বন্দনায় শুরু হল বাঙালির মহালয়া


আদালতের পক্ষ থেকে পশ্চিম গোমতী জেলার ডিএমকে আদালতের নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলাতেই রয়েছে, ত্রিপুরেশ্বরী মন্দির ও ছোটুরদাস দেবতা বাড়ি মন্দির। রাজ্যের মুখ্য সচিবকে ওই দুই মন্দিরে ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।