Delhi | Bangladesh: ফের দিল্লি থেকে গ্রেফতার বাংলাদেশি! পুলিসের জালে ১২...
Delhi | Bangladesh: ভিসার মেয়াদ শেষের পরও অবৈধভাবে বসবাসের কারণে উত্তর-পূর্ব দিল্লি থেকে তিন যুবককে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিস। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি বা অনুপ্রবেশকারীদের যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিস।
রাজীব চক্রবর্তী: দিল্লি পুলিসের অভিযান অব্যাহত। এখনও দিল্লি থেকে ধরা পড়ছে বাংলাদেশি। দিল্লির একাধিক জায়গা থেকে ধরা পড়ছে এই অবৈধভাবে আসা বাংলাদেশিরা। দিল্লির একাধিক জায়গা থেকে গ্রেফতার মোট ১২ জন বাংলাদেশি। দিল্লির উত্তমনগর মেট্রো স্টেশনের কাছে ৫ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিস। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি সিম কার্ড। দিল্লির আর কে পুরমে FRRO অফিসে পেশ করা হচ্ছে পাঁচ বাংলাদেশিকে। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। অন্যদিকে, বসনিয়া দূতাবাসে ভিসার আবেদন করতে এসে গত বছর থেকে দিল্লিতে থেকে গিয়েছেন তিন বাংলাদেশি যুবক।
আরও পড়ুন: Data Protection Act: স্কুলে পড়তে পড়তে ফেসবুক-ইনস্টা? বাবা-মা না জানলেই বিপদ! মোদী সরকার জানাল...
ভিসার মেয়াদ শেষের পরও অবৈধভাবে বসবাসের কারণে উত্তর-পূর্ব দিল্লি থেকে তিন যুবককে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিস। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি বা অনুপ্রবেশকারীদের যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিস। স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে দিল্লির গ্রীন পার্কের শ্মশান ঘাট এলাকা থেকে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিস। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ২০১২ সাল থেকে অবৈধভাবে দিল্লির ওল্ড সিলমপুর, গান্ধীনগর-সহ দিল্লি এনসিআরের একাধিক জায়গায় বসবাস করেছেন এই দম্পতি।
বেশিরভাগ বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার হয়েহে অবৈধ কাগজ। আধার না থাকা সত্ত্বেও ভারতে চাকরি! এছাড়াও কিছুদিন আগে দিল্লি থেকেই গ্রেফতার হয়েছিল প্রায় ১৬ জন বাংলাদেশি। পাশাপাশি মুর্শিদাবাদ, নদীয়া এবং মালদা থেকেও বহু বাংলাদেশিরা গ্রেফতার হয়েছেন। কীভাবে তারা ভারতে প্রবেশ করছেন ? কোন পথ দিয়ে আসছেন এবং কারাই তাদের কে এইভাবে অবৈধভাবে আধার বানিয়ে দিচ্ছে তার তদন্তে পুলিস।