জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানবন্দর এবং বিমানের মধ্যে প্রস্রাব করার আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ প্রকাশ্যে প্রস্রাব করার জন্য একজন যাত্রীকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ৮ জানুয়ারী ঘটে। ওই ব্যক্তির নাম জওহর আলি খান। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। চিহ্নিত যাত্রীকে অন্য যাত্রীদের সামনেই প্রস্থান গেটে প্রস্রাব করার জন্য দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল বলে জানা গিয়েছে। তিনি দিল্লি থেকে সৌদি আরবের দাম্মাম যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।


পুলিস জানায় ওই যাত্রী নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ওই যাত্রী তার আশেপাশের অন্যান্য যাত্রীদেরকে কটূক্তি করেন বলেও জানা গিয়েছে।


আরও পড়ুন: গত ২৩ বছরে মধ্যে সবচেয়ে শীতল দিনের সাক্ষী! হাড়হিম ঠান্ডা নিয়ে ফের দাপুটে ইনিংস শীতের


সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর অভিযোগের ভিত্তিতে, পুলিস আইজিআই বিমানবন্দর থানায় (IGI Airport Police Station) ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৯৪ এবং ৫১০ ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে। পরে জামিনে মুক্তি পান তিনি।


আরও পড়ুন: Jalebi Baba: তার লালসার শিকার ১২০ মহিলা, কে এই দোষী সাব্যস্ত 'জিলিপি বাবা'?


ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব ঘটোনার পরেই ঘটেছে। কিছুদিন আগেই শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় গ্রেফতার করা হয়। তাঁকে ১৪ দিনের জন্য হেফজতে নিয়েছে পুলিস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)