নিজস্ব প্রতিবেদন : গির অরণ্যে বাইক নিয়ে সিংহের পিছু ধাওয়া করার ভিডিও নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। তার মধ্যেই এবার প্রকাশ্যে এল তেমনই আরও একটি ভিডিও। দ্বিতীয় ভিডিওটি প্রকাশ্যে আসতে অভয়ারণ্যের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বাইকে চড়ে সিংহের পিছু ধাওয়া, ভাইরাল ভিডিও দেখে তদন্তে প্রশাসন 
ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে গির অরণ্যে একটি সিংহের পিছু নেন এক বাইক আরোহী। ওই অন্ধকারের মধ্যেই এরপর আরও একটি সিংহীকে ধাওয়া করে নিয়ে যায় বাইকটি। বুধবার একের পর এক ভিডিও পোস্ট হতেই নড়েচড়ে বসে গুজরাট বন দফতর। কী কারণে ওই ব্যক্তি বাইক ছুটিয়ে সিংহের পিছু ধাওয়া করে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এরপরই ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
ধৃতকে জেরা করে পরে রাজকোট এবং আমরেলি থেকে গ্রেফতার করা হয় আরও ২ জনকে। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে ১ মোটরবাইক। জানা যায়, স্থানীয়দের সাহায্যেই ওই ৩ জনকে পাকড়াও করেছে পুলিস। 
দেখুন সেই ভিডিও..