`ছোটোবেলায় গানের শিক্ষকই শোয়ার ঘরে যেতে বলেছিলেন`, বললেন অনুষ্কা
নিজস্ব প্রতিবেদন: তিনি স্বনামধন্য এই সেতার বাদককের মেয়ে। কিন্তু তাসত্ত্বেও তাঁকেও ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। তাও আবার নিজেরই গানের শিক্ষকের কাছে নিগৃহীত হতে হয়েছিল তাঁকে। নারী অধিকার সম্পর্কিত একটি ক্যাম্পেন #Meetoo তে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন রবি শঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্কর।
আরও পড়ুন: বিজেপির সাংসদ হেমা মালিনির দিকে তেড়ে এল ষাঁড়, দেখুন ভিডিও
তখন তাঁর বয়স মাত্র ১৪। বাড়িতেই এক শিক্ষক আসতেন তাঁকে গান শেখাতে। তাঁর কাছেই নিগৃহীত হতে হয়েছিল তাঁকে। অনুষ্কা জানান, ''ওই শিক্ষককে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। কিন্তু যেদিন তিনি আমাকে বলেছিলেন, আমি যদি তাঁর ঘরে যাই, তবে তিনি আমাকে বিশেষ সুযোগ দেবেন।'' তিনি বলেন, ''বাইরে থেকে আমার এই কষ্টটা কেউ বুঝতে পারেনি। তথন না হলেও তার চার বছর পর আমি প্রতিবাদ করেছিলাম। আমিই হয়তো প্রথম মেয়ে, যে তাঁর নিজের শিশু বয়সে যৌন হেনস্থার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এবং ভিডিও মারফত প্রতিবাদ করেছিলাম।''
এরপরও নিউ ইয়র্কে থাকাকালীন একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন অনুস্কা শঙ্কর। এক পারিবারিক আত্মীয়ই নাকি তাঁর যৌন নির্যাতনের কারণ হয়েছিলেন। এর আগে নারী অধিকার সম্পর্কিত একটি অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুস্কা আরও বলেন, ''এখন আমি প্রাপ্ত বয়স্ক। আমি গানের দুনিয়ায় আছি। কাজের সূত্রেই আমাকে দেশে বিদেশে অনেক জায়গায় যেতে হয়। নাইট ক্লাবেও যেতে হয় আমাকে। কিন্তু শুধুমাত্র রবি শঙ্করের মেয়ে বলেই আমাকে আলাদা করে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু একবার ভাবুন তো, যদি আমার বাবা একজন সেলিব্রেটি না হতেন, আমি একজন সাধারণ ঘরের মেয়ে হতাম, তাহলেও কি আমি ততটাই নিরাপদ?''
তিনি বলেন, '' একটা টুইট করেই প্রতিবাদ জানালে চলবে না। সমাজে পরিবর্তন আনা প্রয়োজন। সেক্ষেত্রে সবার আগে প্রয়োজন মেয়েদেরকে সমাজ কী চোখে দেখবে। যে কোন পেশা, যে কোনও ক্ষেত্রে মেয়েদের কতটা সম্মান দেওয়া হবে, তার উপর। যদিও এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।''
আরও পড়ুন: রায় বরেলিতে বয়লার বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের