নিজস্ব প্রতিবেদন:  এই প্রথম ভারতের কোনও ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস রিক্রুটমেন্টে থাকছে টেক জায়েন্ট অ্যাপল। এর আগে অ্যাপল ভারত থেকে কোনও ইঞ্জিনিয়ারিং ছাত্র নিয়োগ করেনি। ইন্টারন্যাশানাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হায়দরাবাদ (আইআইআইটিএইচ) কলেজের ছাত্ররা  প্রথম এই সুযোগ পাচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের ডিএ বাড়তে চলেছে ১৩৯ শতাংশ


আইআইআইটিএইচ-র রিক্রুটমেন্ট বিভাগের প্রধান দেবী প্রসাদ বলেন, ''আমরা অত্যন্ত খুশি। এই প্রথম ক্যাম্পাস প্লেসমেন্টে আসছে টেক জায়েন্ট অ্যাপেল। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা দারুণ সুযোগ পাচ্ছে। ঠিক কী ধরনের প্রোফাইল তারা অফার করবে, সে সম্পর্কে এখনও জানা যায়নি। তবে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার একটা সুবর্ণসুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা।''


অ্যাপল ছাড়াও এই কলেজে ক্যাম্পাসিংয়ে আসছে মাইক্রোসফট, গুগল, ফিলিপস। প্রসঙ্গত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, ডেটা সায়েন্স, ডিপ লার্নিং বিভাগ থেকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাস রিক্রুটমেন্টে বেশি সুযোগ পাচ্ছেন। পাইথন অর্থাত্ কম্পিউটারের ভাষা জানা ছাত্রছাত্রীরাই এক্ষেত্রে বেশি সুযোগ পাচ্ছেন। 


আরও পড়ুন: নোটবন্দির পর ভুয়ো কোম্পানিগুলি জমা করেছে ১৭,০০০ কোটি টাকা